গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সমাজকল্যাণ মন্ত্রনালয়
সমাজসেবা অধিদফতর
সরকারি শিশু পরিবার (বালিকা)রউফবাদ, চট্টগ্রাম
এতিম, অবহেলিত,দুঃস্থ ও বিপন্ন শিশুদের অধিকার সুরক্ষা, প্রতিপালন, কল্যাণ, উন্নয়ন ও পূর্নবাসন।
ক্রমিক নং |
কার্যক্রম |
সেবা |
সেবা গ্রহীতা |
সেবা প্রাপ্তির সময় সীমা |
সেবাদানকারী কর্তৃপক্ষ |
1 |
সরকারি শিশু পরিবারে বালিকা এতিম মিশু প্রতিপালন ও পূনর্বাসন |
*অনূর্ধ ১৮ বছর বয়ন পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন। *পারিবারিক পরিবেশে স্নেহ-ভালবাসা ও আদর স্নেহের সাথে এতিম শিশুদের লালন -পালন। *শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান। *নিবাসীদের শারিরীক-, বুদ্ধি বৃত্তিক ও মানসিক উৎকর্ষ সাধন। *পূনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষে তাদের কর্ম সংস্থানের ব্যবস্থা করা। |
৬ থেকে ৯ বছর বয়স পর্যন্ত এতিম অর্থাৎ পিতৃহীন বা পিতৃমাতৃহীন দারিদ্র শিশুকে ভর্তি করার পর ১৮ বছর বয়স পর্যন্ত সেবা প্রদান করা হয়। |
*শিশু পরিবারে ভর্তির জন্য আদবদপত্র প্রাপ্তির পর আসন খালী থাকা সাপেক্ষে ১ মাসের মধ্যে প্রক্রিয়া চুড়ান্তকরণ। *শিশুর বয়স ১৮ বছর হওয়া পর্যন্ত বিভিন্ন ধরণের সেবা প্রদান। |
জেলা সদর ও কিছু কিছু উপজেলায় অবস্তিত ৪৩ টি বালক,৪২ টি বালিকা ও ১ টি মিশ্র সর্বমোট ৮৫ টি সরকারি মিশু পরিবার । |
|
|
|
|
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস